আসসালামু ওলাইকুম।
সবুজপ্রেমি সকলকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা।
বর্ষার সময় গাছে পানি দেওয়া নিয়ে আমাদের বেশি চিন্তিত থাকার প্রয়োজন পড়ে না কিন্তু শীত ও গরমের সময় রোদের তাপমাএা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিটি গাছের গোড়ায় সঠিক পরিমাণে পানি পৌছানোটা অনেক গুরত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ব্যস্তমুখী জিবনে প্রতিদিন সেটা সম্ভব হয় না। যার ফলে গাছের বৃদ্ধি সঠিক ভাবে হয় না এর ফলে গাছ গুলো মারা যায়। গাছপ্রমিক মানুষই বুঝেন তার শখের গাছ মারা গেলে কতোটা খারাপ লাগে। একজন গাছপ্রেমি মানুষ তার বাগানের গাছ গুলোকে শুধুমাএ গাছ মনে করেন না, গাছ গুলোকে তারা নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে সেগুলোকে বড় করে তুলে। কেউই চাই না তার শখের গাছ গুলো মারা যাক।
পানি ও সার দেওয়ার এই সমস্যা সমাধানের একমাএ সহজ মাধ্যম অটোমেটিক ড্রিপ ইরিগেশন সিস্টেম। সল্প খরচে ড্রিপ ইরিগেশন প্যাকেজ। সকল শখের বাগানিদের কথা মাথায় রেখে আপনাদের জন্য দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। এই প্রযুক্তিকেন্দ্রিক বিশ্বে প্রযুক্তিকে সহজ ভাবে আপনাদের হাতে তুলে দিতে টিম মেম্বররা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ড্রিপ সেচ কি (Drip Irrigation) ?
একগুচ্ছ বদ্ধ প্লাস্টিক পাইপের মাধ্যমে সুষমভাবে আর নির্দিষ্ট পরিমানে গাছের শিকড়ে সরাসরি সেচ পৌঁছে দেওয়াকে ড্রিপ সেচ বলে।
ড্রিপ সেচের সুবিধা কি (Benefits) ?
১. এতে ৩০-৭০% জল ও ৫০% বিদ্যুত্ সাশ্রয় হয়।
২. উঁচু নিচু জমিতেও সেচ সম্ভব।
৩. লবণাক্ত জলও এব্যবস্থায় ব্যবহার করা চলে।
৪. সারের প্রয়োজন ৫০% কমায়।
৫. আগাছার জন্ম রোধ করে।
৬. ভূমিক্ষয় রোধ করে।
৭. ফসলের মাধ্যমিক পরিচর্যা সুবিধার হয়।
৮. দক্ষ সেচ-মজুরের অভাব থাকলেও এই সেচে অসুবিধা নেই।
৯. জৈব কৃষিতে দারুন উপযোগী।
১০. সর্বোপরি ৩০-৭০% ফলন বৃদ্ধি করে।
ড্রিপ সেচের অংশগুলি –
১. ফিল্টার ইউনিট ,
২. ফার্টিলাইজার ট্যাঙ্ক ,
৩. প্লাস্টিক পাইপ (মেন, সাবমেন ও ল্যাটারাল)
৪. মাইক্রোটিউব ,
৫. ড্রিপার বা এমিটার।
ড্রিপ-সেচ কিভাবে কাজ করে?